Khusir Udaan lyrics
Khusir Udaan lyrics is a Bengali song from the YouTube “Suchitra Music” song released on YouTube on Apr 27, 2020. Right for this video and lyrics are provided by Studio –
Suchitra Music. Khusir Udaan lyrics is new hits song in Bengali’s people. The song is sung by Brishtilekha Nandini. music is given by Prattyush Banerjee. Here you get Khusir Udaan lyrics lyrics in both fonts English and Bengali.

Song credits
Vocal: Brishtilekha Nandini
Lyrics And Composition: Bhaswar,
Music Arrangement: Prattyush Banerjeea
Khusir Udaan lyrics in Bengali
রাত্রী-দিন গুলো
মুছলো সময় ধূলো,
ইচ্ছেরা অবাধ আবার
খুশির উড়ান দিলো..
রাত্রী দিন গুলো
মুছলো সময় ধূলো,
ইচ্ছেরা অবাধ আবার
খুশির উড়ান দিলো..
রাত্রীদিন গুলো।
না বলা কথারা ছিলো
বন্দী বুকের পিঞ্জরে,
কাটছিলো দিন মন শহরে
রোজ আপসের হাত ধরে।
তোর ঘরে ফেরার খবর
যেই আমার সকাল পেলো,
ইচ্ছেরা অবাধ আবার
খুশির উড়ান দিলো..
রাত্রী-দিন গুলো।
সব দেখা ফুরিয়ে ছিলো
আয়না ভেজা বিকেলে,
আর ব্যথারা ডুবে ছিলো
বেসুরো কোলাহলে।
তোর নতুন গানের হদিস
যেই আমার আকাশ পেলো,
ইচ্ছেরা অবাধ আবার
খুশির উড়ান দিলো ও ও..
রাত্রী দিন গুলো
মুছলো সময় ধূলো,
ইচ্ছেরা অবাধ আবার
খুশির উড়ান দিলো..
রাত্রীদিন গুলো।
You may like this also: Naam Na Jana Pakhi lyrics | Arijit Singh | Shreya