keno roder moto hasle na lyrics
keno roder moto hasle na lyrics in Bengali song from the YouTube “Mekhla Dasgupta” song released on YouTube on Mar 14, 2020. Right for this video and lyrics are provided by Studio –G Series Music. keno roder moto hasle na song is new hits song in Bengali’s people. The song is sung by Mekhla Dasgupta. Here you get keno roder moto hasle na lyrics in Bengali and English.

Song credits
Film Name : Hridpindo
Singer : Mekhla Dasgupta
Lyricist : Ranajoy Bhattacharjee
Directed by : Shieladitya Moulick
Label : SVF
keno roder moto hasle na lyrics in Bengali
কেন রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
এই মন কেমনের জন্মদিন
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।
নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই
দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই,
শুধু আমারই ..
রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
জলে ভেজা, চোখবোজা
ঘুম খোঁজা ভোর,
নিশানা তীর, স্মৃতির ভীড়
এলোমেলো ঘর’দোর।
মেঘ আসে এলো কিসে
ছুঁয়ে দিলেই সব চুপ,
সেই মেঘবালিকার গল্প হোক,
শহরজুড়ে বৃষ্টি হোক,
রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম।
পাতাভরা সব দু-টুকরোরা
কাল বৈশাখীর মতো মুখচোরা,
সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই …
You may like this also: Ghum Pariye Dio lyrics in Bengali | Sumon & Anila | song 2020